1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মেডিকেলে ভর্তিতে সেরাদের নিয়ে কোচিং সেন্টারগুলোর প্রতারণা

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির নামে প্রতারণায় একজন সদ্য সাবেক অতিরিক্ত সচিবের নাম এসেছে।

দেশে কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের টানতে পাতছে প্রতারণার ফাঁদ। আর এ জন্য ব্যবহার করছে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীদের নাম ও ছবি। যা দিয়ে পুরো ছেয়ে যাচ্ছে তাদের পোস্টার আর ব্যানারে।

চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তানজিম মুনতাকা সর্বা, তাজওয়ার হাসনাত তোহা ও আহমদ আব্দুল্লাহ জামিকে নিয়ে এবার প্রতারণায় মেতে উঠেছে কোচিং সেন্টারগুলো। এই তিন শিক্ষার্থীকেই নিজেদের দাবি করে প্রতারণা করছে উন্মেষ, মেডিকো এবং রেটিনা নামের তিনটি কোচিং সেন্টার।

উন্মেষের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আলিফ মুন্সী বলেন, ক্লাস এইট থেকে আমাদের প্রোগ্রামগুলো চলে। একটা স্টুডেন্ট এইটে থাকে, নাইনে থাকে এরপরে টেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে। তখন থেকেই সে মেডিকেল কোর্স শুরু করে। অথচ অষ্টম শ্রেণি থেকে কোচিং করার এই দাবি পুরোটাই মিথ্যা। অষ্টম শ্রেণির কোনো শিক্ষার্থী মেডিকেল বিষয়টি বোঝেই না। সেখানে কোচিং করা তো দূরের কথা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেজাউল নামে এক ব্যক্তি লেখেন, ‘এটা তো নতুন কিছুই না। প্রতিবছরই কোচিং সেন্টারগুলো এ রকম পোস্টার ছাপায়। সবই ধান্দাবাজি।’
উন্মেষ, উদ্ভাস, মেডিকো এবং রেটিনার প্রতারণা নিয়ে এমন প্রতিক্রিয়া রয়েছে হাজার হাজার মানুষের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD