1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৭ই রজব, ১৪৪৬ হিজরি

‘আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন’

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

দীর্ঘদিনের একাকীত্বের অবসান ঘটিয়ে ২০১৫ সালে বিয়ে করেন বরেণ্য কণ্ঠশিল্পী শাকিলা জাফর। ভারতের প্রকৌশলী রবি শর্মাকে বিয়ের পর গায়িকা নিজের নাম পরিবর্তন করে রাখেন শাকিলা শর্মা। এরপর থেকেই স্বামীর সঙ্গে বসবাস করছেন মুম্বাইয়ে। আজ বুধবার জনপ্রিয় এই গায়িকার জন্মদিন।

বিশেষ এদিকে প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রামপুরা থেকে মগবাজার বাসা শিফট করে প্রতিবেশী পেয়েছি শ্রদ্ধেয় শাকিলা জাফর আপাকে। ভদ্রমহিলা অসম্ভব মায়াবতী, মুহূর্তের মধ্যে আপন করে নেওয়ার আশ্চর্য ক্ষমতা উনার। শাকিলা আপার রান্না করা খিচুড়ি খুব ফার্স্টক্লাস।’

 

তিনি আরও লিখেছেন, ‘এবার দিল্লি গিয়ে আপার বাসায় ছয় বন্ধু মিলে দুপুরে খাবার খেলাম। সবার জন্য গিফট কিনে রেখেছিলেন তিনি। আপার বাসায় ঢুকে সালাম করতেই তিনি আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন, আদর ও দোয়া করলেন। সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করে এসেছেন। হাঁটুতে অপারেশন হয়েছে, এখন কিছুটা সুস্থ আছেন।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসিফ বলেন, ‘গানের বাইরে শাকিলা আপা বিশাল মনের মানুষ। গান নিয়ে কথপোকথন উল্লেখ করতে চাই না। তিনি আমার পরিবারকে স্নেহ করেন। ব্যবহারের দিক থেকে ইন্ডাস্ট্রিতে অনন্য এক উদাহরণ তিনি। আজ শাকিলা আপার জন্মদিন। শুভ জন্মদিন আপা। আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসা অবিরাম…।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD