নিহতের স্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের কমেন্ট নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ চলছিল। আকাশকে হত্যার হুমকিও দেয় তানভির। মঙ্গলবার রাতে আকাশকে ডেকে নিয়ে মারধোর ও ছুরিকাঘাত করে সাব্বির ও তানভিরসহ ১০ থেকে ১২ জন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসক সাইফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। আসামিদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।