1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
২১শে রজব, ১৪৪৬ হিজরি

১০ বছর প্রেমের পর বিয়েতে বসছেন তাপসী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

বলিউড জুড়ে তারকাদের এখন শুধুই সুখবর। ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেছেন অভিনেত্রী রকুল প্রীত সিংহ ও প্রযোজক জ্যাকি ভগনানি। এবার আরও এক তারকার বিয়ে। প্রায় ১০ বছর ধরে এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাপসী পান্নু। এবার বিয়ের পিড়ীতে বসছেন তাপসী ও ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ মাথিয়াস বোয়ে।

ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব বেশি চর্চা হোক তা চান নি তাপসী। এত বছর প্রেমের সম্পর্কে থেকেও কখনও সে ভাবে প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি। চলতি বছরেই প্রথম বার সম্পর্কের কথা প্রকাশ করেন অভিনেত্রী। তার মধ্যেই বিয়ের খবর দেন তিনি।

বিয়ের ব্যাপারে কারও সঙ্গে তাঁর কোনও প্রতিযোগিতা নেই। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত তিনি অন্যদের সঙ্গে নিজের তুলনা করেন না। বাকি তারকা-জুটিদের চেয়ে তাঁর আর ম্যাথিয়াসের সম্পর্ক যে অনেকটাই আলাদা, তা স্পষ্ট করে দিলেন তাপসী। তাই বিয়েতে খুব বেশি জাঁকজমক হবে না তাঁদের। ঘরোয়া ভাবে বিয়েটা সারতে চান তাঁরা। যদিও তাঁদের বিয়ে হবে ‘ফিউশন ওয়েডিং’। যেহেতু পাত্র বিদেশি, পাত্রী পঞ্জাবি। বিয়ে কোন নিয়মে হবে  তা নিয়ে প্রশ্ন সবার। তবে বরপক্ষের মত অনুযায়ী খ্রিস্টীয় রীতি এবং পাঞ্জাবি বিয়ের আচার মেনেই হবে অনুষ্ঠান । আগামী মার্চেই বসবে বিয়ের আসর।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD