1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরে মা হচ্ছেন দীপিকা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

দীর্ঘ দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল যে দীপিকা পাডুকোন অন্তঃসত্ত্বা। খবরটি যে কেবল গুজব নয়, তা এবার খোলসা করে দিলেন দীপিকা নিজেই।

আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পরোক্ষভাবেই জানালেন তিনি অন্তঃসত্ত্বা। জানালেন সন্তান জন্মের সম্ভাব্য সময়ের কথাও।

নিজের অন্তঃসত্ত্বার কথা ইনস্টাগ্রামে জানালেন দীপিকা। ইনস্টাগ্রাম পোস্টে লেখা, ‘সেপ্টেম্বর ২০২৪’। ফলে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়ে গেছে, এই পোস্টের মাধ্যমে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা।

‘বাফটা অ্যাওয়ার্ড’-এর সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ্য করেন অনেকেই। তার পর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু তার পরেও প্রকাশ্যে অভিনেত্রী বা রণবীর সিংহ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু তিনি যে মা হতে চলেছেন, এ বার সে কথা ঘোষণা করতে সামাজিক মাধ্যমকেই বেছে নিয়েছেন দীপিকা। পরিবারের এক নতুন সদস্য আসছে। আর তাকে ঘিরেই দীপিকা এবং রণবীরের পরিবারে খুশির হাওয়া। অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে বলিউড থেকে তাঁর অনুসারি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

২০১২ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক শুরু হয় দীপিকার। ৬ বছরের সম্পর্ককে তাঁরা পরিণতি দিয়েছিলেন ২০১৮ সালের অক্টোবরে। ইতালির লেক কোমোতে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা। মাঝে তাঁদের বিয়ে ভাঙার গুজবও ছড়িয়েছিল। কিন্তু সেই সব খবরই যে স্রেফ রটনা, তা খোলসা হয়ে যায়। এখন জীবনের দারুণ সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। দুই থেকে তিন হচ্ছেন তাঁরা।

 

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD