আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হয় এই ফটোসেশন। কথা ছিল, উপস্থিত থাকবেন কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস ও বরিশালের তামিম ইকবাল। কিন্তু ট্রফির সঙ্গে দুজনের কাউকেই দেখা যায়নি। দুদলের প্রতিনিধি হিসেবে ফটোসেশনে অংশ নেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক।
আগামীকাল শুক্রবার (১ মার্চ) মাঠে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ও বরিশাল। সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে দুদলের শিরোপার লড়াই।