1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তালাকের পর নারীদের নজরে হিরো আলম, মেসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা হিরো আলমের ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ হাসিনাকে গুনি নাই, তোদের মতো কর্মকর্তাদের গোনার টাইম নাই: সারজিস বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন নোবেল ঘোষণার আগে ট্রাম্পের দাবি: “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি, নোবেল আমারই প্রাপ্য” খালাতো ভাইকে বিয়ে করেছিলেন? স্বীকার করে যা বললেন পরীমণি পুলিশ পিটিয়ে দুই চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের মাশরাফিকে দেখে ‘আরও শক্তিশালী, সাহসী হয়ে উঠি’ টিকটকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা গেল

বাঁচানো গেল না সাবেক স্বামীর দেয়া আগুনে দগ্ধ ডা.লতাকে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সাবেক স্বামীর দেয়া আগুনে দগ্ধ চিকিৎসক লতা আক্তার (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার চাচা ফারুক মিয়া। নিহত লতা নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মৃত মফিজুর রহমানের মেয়ে। তিনি ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করতেন।

গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) তালাক দেয়াকে কেন্দ্র করে ওই নারী চিকিৎসকসহ নিজ শরীরের পেট্রল ঢেলে আগুন দেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে গাড়িচালক তার সাবেক স্বামী খলিলুর রহমান (৪০)। একই দিন তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। পরে রাতে মারা যান খলিল।

৮০% পুড়া শরীর নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় ডা. লতাকে। সেখানে ভর্তির তিনদিন পর আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় মারা যান তিনি।

ডা. লতার চাচা ফারুক মিয়া জানান, হাসপাতালের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি চাওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে পাস করা ডা. লতা আক্তার দুই বছর আগে গাজীপুরে কাপাসিয়া উপজেলার যুবক খলিলুর রহমানকে নিজের পছন্দে বিয়ে করেন। বিয়ের আগে নিজেকে কানাডা প্রবাসী পরিচয় দেন খলিল। বিয়ের পর লতা জানতে পারেন তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক। বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তিন মাস আগে খলিলকে তিনি তালাক দেন।

এতে ক্ষুব্ধ হয়ে গত রবিবার দুপুরে লতার বাড়িতে আসেন খলিল। পরে ঘরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে লতাসহ নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেন। এতে তারা দুজন দগ্ধ হন। ভেতর থেকে লতার চিৎকার শুনে তার স্বজন ও প্রতিবেশীর দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর সরকার জানান, শুনেছি হাসপাতালে চিকিৎসাধীন ডা. লতা মারা গেছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD