1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
২০শে রজব, ১৪৪৬ হিজরি

প্রস্তুত বিপিএলের ফাইনাল মঞ্চ, লড়াইয়ের অপেক্ষা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

অবশেষে টানা ৪৫ ম্যাচের লড়াই শেষে প্রস্তুত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শিরোপার লড়াইয়ের মঞ্চ। আসরের শুরু থেকেই ক্রীড়াপ্রেমীদের বিভিন্ন মত-দ্বিমত, আলোচনা-সমালোচনা থাকলেও পরিশেষে শীর্ষ দুই দলই পৌঁছেছে শিরোপার লড়াইয়ের মঞ্চে। সেই সাথে নির্ধারিত হয়েছে শেষ লড়াইয়ের দিনক্ষণও।

প্রথম কোয়ালিফায়ারে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাকি ছিল সাকিব আল হাসানের রংপুর ও তামিম ইকবালের বরিশালের লড়াইয়ের। আর সেই লড়াইয়ে গতকাল সাকিবের রংপুরকে হারিয়ে শিরোপার লড়াইয়ের মঞ্চে পৌঁছেছে তামিম বাহিনী।

আর ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করেছে ফাইনাল ম্যাচের সময়ও।

বিসিবি জানিয়েছে, ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, যে সময়ে শুরু হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার। তবে ফাইনালে দুই ইনিংসে বিরতি থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। সাধারণত ১০ মিনিট ইনিংস বিরতি থাকে টি-২০ ক্রিকেটে, তবে ফাইনালে এই বিরতি ২০ মিনিটের।

বিসিবি আরও জানায়, রাত ৮টার মধ্যে প্রথম ইনিংস সম্পন্ন করে ৮টা ২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ইনিংস, ম্যাচ শেষ হওয়ার কথা রাত ৯টা ৫০ মিনিটের মধ্যে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

সাতটি দল নিয়ে শুরু হওয়া বিপিএলের এবারের আসরে প্লে-অফে কোয়ালিফাই করেছিলো চারটি দল। ১২টি করে ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষে থেকে রংপুর, ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা এবং ৭টি করে জয়ে ১৪ করে পয়েন্ট নিয়ে বরিশাল ও চট্টগ্রাম নিশ্চিত করেছিলো তাদের প্লে-অফ।

তবে গত সোমবার বাঁচা-মরার লড়াইয়ে এলিমিনেটর ম্যাচে বরিশালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে শুরুতেই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। বাকি ছিলো দ্বিতীয় কোয়ালিফায়ারের যুদ্ধের। সেখানে রংপুরকে বেশ ভালোভাবেই হারিয়ে শিরোপার লড়াইয়ের মঞ্চে উঠে বরিশাল।

এখন শেষ লড়াইয়ে জয়ী হবে কে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে সমীকরণের হিসেব মেলাতে বসেছেন অনেকেই।
কারণ প্রথম ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যেই শ্রেষ্ঠত্বের খেতাব জিতেছে চারবার। আর বিপিএলে বরিশাল এর আগে ফাইনাল খেললেও ঝুলিতে নেই ট্রফি। তাই এবার শেষ লড়াইটাও জমবে বেশ, এমনটাই ধারণা সকলের।

প্রসঙ্গত, আগামী শুক্রবার (১ মার্চ) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD