এবারের বিপিএলের প্রাইজমানি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, গত আসরের মতো এবারও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। রানার আপ দলের জন্য থাকছে এক কোটি টাকা।
তার মধ্যে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। ফাইনাল সেরার প্রাইজমানি ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা করে পাবেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীও।
এছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডারের জন্যও থাকছে পুরস্কার।
আসর সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।
এক নজরে
চ্যাম্পিয়ন : ২ কোটি টাকা
রানার্স আপ : ১ কোটি টাকা
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : ১০ লাখ টাকা
প্লেয়ার অব দ্য ফাইনাল : ৫ লাখ টাকা
সর্বোচ্চ রান সংগ্রাহক : ৫ লাখ টাকা
সর্বোচ্চ উইকেট শিকারী : ৫ লাখ টাকা
টুর্নামেন্ট সেরা ফিল্ডার : ৩ লাখ টাকা