রাজধানীর বেইলী রোডে অনেক রেস্টুরেন্ট ও কাপড়ের দোকানের একটি বহুতল ভবনের অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছে। বৃস্পতিবার রাতে একটি রেস্টুরেন্টে আগুন লাগলে ভবনটিতে দ্রুত ছড়ায়। বহু মানুষ অল্প সময়ে শ্বাসরোধে নিস্তেজ হয়ে পড়েন।
বৃহস্পতিবার রাত প্রায় ১০টা। রাজধানীর বেইলী রোডে একটি সাততলা ভবনে হঠাৎ আগুন লাগে। কাচ্চিভাই নামে একটি রেস্টুরেন্টে প্রথমে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে যায় ওপরের দিকের অন্য রেস্টুরেন্টগুলোতে। তখনও ভেতরে অনেক মানুষ ছিলো।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই আটকে পড়ে বহু জীবনে অন্ধকার নেমে আসে। আবার আতঙ্কে ভবন থেকে যে কোন উপায়ে নামতে গিয়ে অনেকে আহত হন। শুরুতে ৭৫জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেয়। তবে স্বাস্থ্যমন্ত্রী রাত ২ টার দিকে জানান প্রাণ গেছে অনেকের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন ও বার্ণ ইনস্টিটিউটে ১১জন মারা যান। আরও অন্তত ২২জন আশঙ্কজনক অবস্থায় আছেন। আগুন লাগার কারণ ও ভবনটিতে আগুন মোকাবেলার ব্যবস্থা নিয়ে চলছে খোঁজ খবর। বহু প্রশ্নের উত্তর খুঁজছে র্কতৃপক্ষ।