1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

কবরস্থানে নবজাতকের কান্নার আওয়াজ

  • প্রকাশিতঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

রাতে কবরস্থান থেকে ভেসে আসছিল শিশুর কান্না। স্থানীয়রা কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে কাপড় মোড়ানো এক নাবজাতককে উদ্ধার করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। শিশুটি এখন সুস্থ আছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারঘাট বাজার সংলগ্ন রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ইউনিয়নের একটি কবরস্থান থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসে। স্থানীয়রা কবরস্থানে গিয়ে দেখেন কাপড় মোড়ানো একটি কন্যা নবজাতক কবরস্থানে কাঁদছে। কে বা কারা শিশুটিকে কবরস্থানে রেখে গেছে, তা কেউই জানে না।

স্থানীয়রা আরও জানান, নবজাতকটিকে উদ্ধারের পর নান্দাইল মডেল থানায় খবর দেওয়া হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং হাসপাতালের শিশু সেবা কেন্দ্রে তাকে রাখা হয়েছে। কন্যা শিশুটি সুস্থ আছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খবুই দুঃখজনক। তবে শিশুটি সুস্থ আছে। আমরা শিশুটিকে হেফাজতে রেখেছি। পাশাপাশি শিশুটির পিতা-মাতার অনুসন্ধান অব্যাহত আছে।’

নান্দাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলী বলেন, উদ্ধার হওয়া কন্যা শিশুকে সবধরনের সেবা দিয়ে যাচ্ছি। মিটিংয়ের মাধ্যমে শিশুটির স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। এছাড়া দত্তক বা প্রয়োজনে আদালতের সহযোগিতা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD