গুজরাটের জামনগর শহর যেখানে চলছে মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ । এই আয়োজনের প্রথম দিনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নেন বলিউডের তিন খান।
সেখানে শাহরুখ, সালমান ও আমিরকে কাঁধে কাঁধ মিলিয়ে নাচতে দেখা গেলো তাদের। একে অন্যের হুক স্টেপও করলেন একসঙ্গে। রীতিমতো ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিলেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এর ‘নাটু নাটু’ গানের তালে নাচতে দেখা যায় তাদের।
এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। তাদের দুজনের পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পাজামা ও কুর্তা। তবে তাদের থেকে একটু ভিন্ন পোষাক ছিলো আমিরের। তার ছিলো সবুজ কুর্তা। নাচের পর আবার আমিরের পিঠ চাপড়ে দিলেন শাহরুখ। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও সত্যিই বিরল বৈকি।
তবে এখানেই শেষ নয়, ‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, তারপর আমির, পরে শাহরুখ যে যার নিজস্ব স্টাইলে নাচলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যেখানে সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।
এরআগে গত শুক্রবার মা হওয়ার জল্পনায় নিজেই সিলমোহর দিয়েছেন দীপিকা। ইনস্টাগ্রামে পোস্ট করে সন্তান আসার সম্ভাব্য সময়ও জানিয়েছিলেন। সে দিন রাতেই জামনগরে যান দীপিকা-রণবীর। সুখবর দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে আসেন দু’জন। অন্তসত্ত¦া স্ত্রীকে সামলে রেখেছিলেন রণবীর। সারা ক্ষণ স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন।