1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

অনন্ত ও রাধিকার প্রাক বিবাহে মঞ্চ মাতালেন যারা

  • প্রকাশিতঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে দেখা মিলল বলিউডের তিন খান। এমনকি হবু বাবা-মা দীপিকা-রণবীরও যোগ দিয়েছেন অম্বানীদের অনুষ্ঠানে। শুধু যে নিমন্ত্রণ রক্ষা করলেন তাই নয়, অন্তসত্ত¦া দীপিকাকে পাশে নিয়ে নাচলেন রণবীর।

গুজরাটের জামনগর শহর যেখানে চলছে মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ । এই আয়োজনের প্রথম দিনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নেন বলিউডের তিন খান।

সেখানে শাহরুখ, সালমান ও আমিরকে কাঁধে কাঁধ মিলিয়ে নাচতে দেখা গেলো তাদের। একে অন্যের হুক স্টেপও করলেন একসঙ্গে। রীতিমতো ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিলেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এর ‘নাটু নাটু’ গানের তালে নাচতে দেখা যায় তাদের।

এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। তাদের দুজনের পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পাজামা ও কুর্তা। তবে তাদের থেকে একটু ভিন্ন পোষাক ছিলো আমিরের। তার ছিলো সবুজ কুর্তা। নাচের পর আবার আমিরের পিঠ চাপড়ে দিলেন শাহরুখ। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও সত্যিই বিরল বৈকি।

তবে এখানেই শেষ নয়, ‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, তারপর আমির, পরে শাহরুখ যে যার নিজস্ব স্টাইলে নাচলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যেখানে সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।

এরআগে গত শুক্রবার মা হওয়ার জল্পনায় নিজেই সিলমোহর দিয়েছেন দীপিকা। ইনস্টাগ্রামে পোস্ট করে সন্তান আসার সম্ভাব্য সময়ও জানিয়েছিলেন। সে দিন রাতেই জামনগরে যান দীপিকা-রণবীর। সুখবর দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে আসেন দু’জন। অন্তসত্ত¦া স্ত্রীকে সামলে রেখেছিলেন রণবীর। সারা ক্ষণ স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন।

 

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD