নিহত সাব্বির কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।
সাব্বিরের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন জানান, সাব্বির যে কক্ষে থাকতেন তার পাশের কক্ষে একই জেলার করিমগঞ্জ থানার কয়েক জন যুবকরা থাকেন। তাদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাব্বিরের কথা-কাটাকাটি হয়। পরে একপর্যায়ে মারধরের শিকার হন সাব্বির। এ ঘটনার বিচার দিতে সাব্বির কফিলের (মালিক) কাছে যেতে চাচ্ছিলেন। মালিকের কাছে বিচার দিতে চাওয়ায় প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হন এবং সাব্বিরের গলা টিপে ধরলে একপর্যায়ে তিনি মারা
তিনি জানান, হত্যাকাণ্ডের খবরটি মোবাইল ফোনে তাদের জানিয়েছেন সাব্বিরের সহকর্মী ও প্রতিবেশী ফরিদ মিয়া।
সাব্বির মাত্র ৬ মাস আগে সৌদি আরব যান। তার মৃত্যুর সংবাদ পরিবারের লোকজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ ঘটনায় সাব্বিরের পরিবারের লোকজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সাব্বিরের চাচা মো. নজরুল ইসলাম।