করণ জোহরের ‘তাক্ত’, রাজেশ কৃষ্ণানের ‘দ্য ক্রু’ এবং রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’- এ তিন ছবিতে তিন ধরনের চরিত্রে দেখা যাবে কারিনাকে। ছবিগুলোর কাজও শেষের দিকে। ২৯ শে মার্চ মুক্তি পাবে‘দ্য ক্রু’। আগস্টে আসবে ‘সিংহাম এগেইন’ ও ‘তাক্ত’ ছবি দুটি।
এ প্রসঙ্গে কারিনা জানান, সংসারকে গুরুত্ব দিয়ে তিনি অবসরে কাজ করেন। ছবিগুলোর শুটিংয়ের সময় স্বামী সাইফ এর পূর্ণ সহযোগিতা ও উৎসাহ পেয়েছেন। তার মুক্তি পেতে যাওয়া তিনটি ছবি নিয়ে উচ্ছ্বসিত তিনি।