প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যাতে সহজে সরকারি সেবা পায় সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।
বুধবার (০৬ মার্চ) সন্ধ্যায় পুরনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের উন্নয়ন হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয় বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোশিয়েশনের বার্ষিক সম্মেলন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে বাংলার প্রতিচ্ছবি নামক চিত্রকর্ম তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কর্মকর্তারা নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে কাজ করায় দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ নিজের পরিকল্পনা মোতাবেক কাজ করবে। কেউ খবরদারি করতে এলে তা মানা হবে না।
সরকার প্রধান বলেন, জনকল্যানমুখী রাষ্ট্রগঠন করা তার লক্ষ্য। সেজন্য জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে কর্মকর্তাদের আরো দায়িত্বপালন হতে হবে।
সবার প্রচেষ্টায় দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।