অভিনেতা সাব্বিরকে নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মিডিয়া পাড়ায় বেশ সরগরম হচ্ছে উপস্হাপিকা পুুুতুল ও অভিনেতা সাব্বির ইস্যু, এবার এতে ঘি ঢাললেন দেশের জনপ্রিয় উপস্হাপক শাহরিয়ার নাজিম জয়। জয় বলেন, গত বুুধবার সুন্দরী প্রতিযোগীতার অনুষ্ঠানে পায়েলের প্রশ্নের জবাবে সাব্বির যা বলেছেন তা বাঁকা চোখে দেখার কোন কারন নেই, জয় আরও বলেন – উপস্হাপিকা পুুতুল সাব্বিরকে পুুুুঁ জি করে ভাইরাল হতে চায়।