1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতা , জনসমক্ষে তদন্ত রিপোর্ট প্রকাশ চান সুজন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছুর আশায় ছিল বাংলাদেশ দল। কিন্তু হয়েছে উল্টো। চরম ভরাডুবি হয়েছে দলের। এর পেছনে নানাবিদ বিতর্ক জড়িয়ে যাওয়াকেই বড় সমস্যা হিসেবে মনে করা হয়েছে। এরপর ব্যর্থতার তদন্তে ৩ সদস্যের বিশেষ কমিটি করা হয়েছে। সেই প্রতিবেদন প্রকাশের সময় এসেছে।

সেটি প্রকাশের আগেই অবশ্য নানাবিধ গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিশ্ব কাপ দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, তদন্তে যা জানা গেছে সেটাই প্রকাশ হওয়া উচিত জনসমক্ষে। তার দাবি তদন্ত রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত সত্য-মিথ্যা নিয়ে আলোচনা করা ঠিক হবে না।

বিশ^কাপ ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ ৩ নম্বরে থেকে শেষ করে। পাশর্^বর্তী দেশ ভারতের মাটিতে বিশ^কাপ হওয়াতে তাই টাইগারদের ঘিরে ছিল অনেক বড় প্রত্যাশা। কিন্তু তার আগেই দল নিয়ে নানা বিতর্ক শুরু হয়। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল দেড় মাস আগে নেতৃত্ব ছেড়ে দেন, তাকে ফিটনেস ইস্যুতে বিশ^কাপ স্কোয়াডে নেওয়া হয়নি। সাকিব আল হাসানের সঙ্গে তার চরম দ্বন্দ্ব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়।

বিশ্বকাপ চলার সময় প্রতি ম্যাচেই একাদশ গঠন করা নিয়ে বিতর্ক হয়েছে এবং প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারে ওলট-পালট দেখা গেছে। এমনকি একজন ক্রিকেটারকে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে শারীরিকভাবে আঘাত করেছেন এমন অভিযোগও উঠেছে। সবমিলিয়ে পক্ষে-বিপক্ষে ক্রিকেটার, অধিনায়ক, তামিমসহ সবারই বক্তব্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বিসিবির বিশেষ তদন্ত কমিটি। সেটি নিয়ে নিয়মিতই গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশ হচ্ছে।

এ বিষয়ে বুধবার সুজন বলেছেন, ‘তদন্ত রিপোর্ট তো বিসিবি প্রকাশ করেনি। কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই দেবে। আমি জানি না তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে কি না। যারা তদন্ত করেছেন তারা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিত তারপর বোঝা যাবে কী সত্যি কী মিথ্যা।’
অবশ্য এত আলোচনা হয়েছে বিশ^কাপে বাংলাদেশ দলের ভরাডুবি নিয়ে যে সেটি এখন দেশের সব ক্রিকেটপ্রেমী মানুষেরই জানা উচিত।

এজন্য সুজন বলেছেন, ‘তবে আমার মনে হয় রিপোর্ট যেটাই এসেছে জনসমক্ষে প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে সমাধান হবে। যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে। সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট দলগত খেলা। একজনের জন্য কিছু হয় বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD