বিশ^কাপ ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ ৩ নম্বরে থেকে শেষ করে। পাশর্^বর্তী দেশ ভারতের মাটিতে বিশ^কাপ হওয়াতে তাই টাইগারদের ঘিরে ছিল অনেক বড় প্রত্যাশা। কিন্তু তার আগেই দল নিয়ে নানা বিতর্ক শুরু হয়। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল দেড় মাস আগে নেতৃত্ব ছেড়ে দেন, তাকে ফিটনেস ইস্যুতে বিশ^কাপ স্কোয়াডে নেওয়া হয়নি। সাকিব আল হাসানের সঙ্গে তার চরম দ্বন্দ্ব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়।
বিশ্বকাপ চলার সময় প্রতি ম্যাচেই একাদশ গঠন করা নিয়ে বিতর্ক হয়েছে এবং প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারে ওলট-পালট দেখা গেছে। এমনকি একজন ক্রিকেটারকে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে শারীরিকভাবে আঘাত করেছেন এমন অভিযোগও উঠেছে। সবমিলিয়ে পক্ষে-বিপক্ষে ক্রিকেটার, অধিনায়ক, তামিমসহ সবারই বক্তব্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বিসিবির বিশেষ তদন্ত কমিটি। সেটি নিয়ে নিয়মিতই গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশ হচ্ছে।
এ বিষয়ে বুধবার সুজন বলেছেন, ‘তদন্ত রিপোর্ট তো বিসিবি প্রকাশ করেনি। কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই দেবে। আমি জানি না তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে কি না। যারা তদন্ত করেছেন তারা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিত তারপর বোঝা যাবে কী সত্যি কী মিথ্যা।’
অবশ্য এত আলোচনা হয়েছে বিশ^কাপে বাংলাদেশ দলের ভরাডুবি নিয়ে যে সেটি এখন দেশের সব ক্রিকেটপ্রেমী মানুষেরই জানা উচিত।
এজন্য সুজন বলেছেন, ‘তবে আমার মনে হয় রিপোর্ট যেটাই এসেছে জনসমক্ষে প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে সমাধান হবে। যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে। সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট দলগত খেলা। একজনের জন্য কিছু হয় বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।’