প্রতিবেদনে বলা হয়, প্রবাসীরা সবাই পাকিস্তানের নাগরিক। আর খুন হওয়া নিরাপত্তাকর্মী ছিলেন বাংলাদেশি। তিনি ছাড়াও আরও দুজন নিরাপত্তারক্ষীকে মারধর করে বেঁধে ফেলেন অভিযুক্তরা।
তদন্তের পর ওই পাঁচজনকে আদালতে তোলা হয়। বিচারের পর তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। মঙ্গলবার মক্কায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতেও এক সুদানী নাগরিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত চার ইথিওপিয়ান প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা ওই সুদানিকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করার জন্য চারজনকে অভিযুক্ত করা হয়েছিল বলে জানিয়েছিল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।