গত বছর টানা চারটি সিরিজে হারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ সমতায় রেখে শেষ করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদশের সামনে আরও একটি সিরিজ জয়ের হাতছানি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো ক্রিকেট খেলেও হারতে হয়েছে। অন্যদিকে বুধবার দ্বিতীয় ম্যাচে সফরকারীদের উড়িয়ে দিয়ে দারুণ এক জয় তুলে নেয় শান্তর দল। আগের দুই ম্যাচের দুটিতেই টসে জিতেছিল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আগের দিন ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে আসা শান্তকে প্রশ্ন করা হয়েছিল, টস জেতা কতটা গুরুত্বপূর্ণ? জবাবে শান্তর ঝটপট উত্তর, ‘টস নয়, ম্যাচ জিততে চাই।’
আগের ম্যাচের হারের পর বুধবারের জয় আত্মবিশ্বাসী করে তুলেছে শান্তকে। সামনের ম্যাচেও পরিকল্পনা বাস্তবায়ন করে ম্যাচ জিততে মুখিয়ে তিনি, ‘অবশ্যই আমার মনে হয় ভালো একটা কামব্যাক করলাম। ভালো চিন্তাই আছি। পরের ম্যাচে আবার ভালো প্ল্যান করে আসতে হবে, প্ল্যান কাজে লাগাতে হবে। যদি পারি তাহলে ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে।’
বিগত সময়ের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশ দল রান তাড়ায় অনেকখানি উন্নতি করেছে। শান্ত চান ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে, ‘এমন কন্ডিশনে অনেক সময় রান তাড়া করা কঠিন হয়ে থাকে, বিশেষ করে অনেক রান হয়ে গেলে। আমরা এটা ধারাবাহিকভাবে করতে পারছি। এটা আরও বেশি করতে পারলে বড় দলের সঙ্গে ম্যাচ খেলতে গেলে আমাদের আত্মবিশ্বাস থাকবে। সামনেও চেষ্টা করবো রান তাড়ায় সফল হওয়ার ধারাবাহিকতা রক্ষা করতে।’