প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি প্রকৃত অর্থে ছিলো আসন্ন মুক্তিযুদ্ধের একটি রূপরেখা। যে কারণে ভাষণটি দেশের প্রতিটি মুক্তিযোদ্ধা আর বাঙালীকে উদ্বুদ্ধ করতে পেরেছিলো। তিনি ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা ‘জয় বাংলা’ স্লোগানে বিশ্বাস করে না, ৭ই মার্চের ভাষণে অনুপ্রেরণা পায়না, তারা দেশের উন্নয়ন চায় না। এ সময় তিনি দেশের গুরুত্বপূর্ণ দিবস ও ইতিহাস সম্পর্কে জানতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা ৭ই মার্চের ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে আখ্যা দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময় এই ভাষণেই অনুপ্রেরণা খুঁজে পেতেন যোদ্ধারা। বঙ্গবন্ধুকে হত্যার পর ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ ভাষনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গোটা বিশ্ব এখন স্বীকৃতি দিয়েছে।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।