কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে হয়তো দেখা যাবে না কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের উদ্বোনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপানো পপ তারকার অনুুপস্থিতি বিশ্বের কোটি ভক্তের হৃদয়ে রক্তক্ষরন হয়তে হবে, কারন, শাকিরার শো মানে হৃদয় উতলা হওয়া, শাকিরা মানে ফুুটবলের উত্তেজনা তুুঙ্গে থাকা। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বেকাপে ওয়াকা ওয়াকা গান গেয়ে কোটি ভক্তের হৃদয় জায়গায় করে নেন কলম্বিয়ান এই পপ তারকা, এবার কাতার বিশ্বকাপে ডুুুয়া লিপার পর সড়ে দাড়ালেন শাকিরা। কাতারের বিশ্বকাপে পোশাক আশাকে শালীনতা বজায় রাখতে এবং আবৃত রাখতে এই পদক্ষেপ এক কথায়, কাতারের কোন সম্মানহানি যেন না হয় তা বিবেচনায় রাখা হচ্ছে।