ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরকীয়া সন্দেহে স্ত্রী সমাপ্তি দাসকে খুন করেছেন স্বামী কার্তিক দাস। তিনি পেশায় মুরগী ব্যবসায়ী কলকাতা শহরের বেহালার রাজা রামমোহন রায় রোডের এক বাড়িতে থাকতেন তারা।
প্রতিবেশীদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝুটঝামেলা লেগেই থাকত। তারা বলছেন, ওই নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জেনে যান কার্তিক। তারপর প্রতিদিনই ঝগড়া করত দম্পতি।
পুলিশ জানিয়েছে, সমাপ্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করে ওই দম্পতির আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে প্রশাসন। পাশাপাশি ওই দম্পতির প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।