1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বিয়ে করলেন ‘স্যাক্রেড গেমস’খ্যাত অভিনেত্রী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিয়ে করলেন ‘স্যাক্রেড গেমস’খ্যাত অভিনেত্রী সুখমণি সাদনা। তার বরের নাম সানি গিল। গত ৩ মার্চ পাঞ্জাবের অমৃতসরে সাতপাকে বাঁধা পড়েন তারা।

 

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন সুখমণি-সানি। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

 

শুক্রবার (৮ মার্চ) দুপুরে নিজের ইনস্টাগ্রামে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন সুখমণি। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘৩ মার্চ, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।’

সুখমণির বর সানি গিল কানাডায় বসবাস করেন। ভারতে চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি কানাডায় তার রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে। তার আরেক পরিচয় তিনি প্রযোজক আমান ও পবণ গিলের ভাই।

 

বলিউডের দুটো সিনেমায় অভিনয় করেছেন সুখমণি। এগুলো হলো— ‘ইশক হলিডে’, ‘মনমর্জিয়া’। তা ছাড়া বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুখমণি। এর মধ্যে অন্যতম হলো ‘স্যাক্রেড গেমস’। এ সিরিজের মিকি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান তিনি।

তা ছাড়া বেশ কটি বলিউড সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন সুখমণি। এগুলো হলো— আর মাধবনের ‘রকেট্রি’, দিলজিৎ দোসাঞ্জের ‘যোগী’ প্রভৃতি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD