পিরোজপুরে বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
পিরোজপুর সদরের পাড়েরহাট সড়কে একটি বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তিনজন।
এসময় গুরুতর আহত আরও কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যায়। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্দুরকানী উপজেলার বালিপাড়ায় যাচ্ছিল বাসটি। পাড়েরহাট সড়কের বেলতলায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়।
বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহগুলো পিরোজপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।