প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষকদের যে কোন সমস্যা সমাধানে সরকার আন্তরিক। গবেষণায় সবাই আরও বেশি মনোযোগী হবে সেটা আমরা চাই। প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণার দিকে মনোযোগী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।
সোমবার (১১ই মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্য খাতে গবেষণায় আগ্রহীদের আরো বেশি সহায়তা করা হবে। গবেষণা আমাদের জন্য নতুন ভাগ্য ও দুয়ার খুলে দেয় বলেও জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু কন্যা বলেন, গবেষণা ছাড়া কোন কিছুতেই উৎকর্ষতা লাভ করা যায় না। কৃষি নিয়ে গবেষণা করার কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
সাধারণ মানুষের কথা চিন্তা করে গবেষণায় অধিক মনোযোগী হতে গবেষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।
পাবনার রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্লান্ট করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রথম বিদ্যুৎ প্লান্টের কাজ দ্রুত শেষ করে দ্বিতীয়টার জন্য প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে।
’প্রত্যেক বিভাগেই একটা করে নভোথিয়েটার করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন করা সরকারের মূল লক্ষ্য।’
তিনি বলেন, আগে যেসব ফসল শীত প্রধান দেশে হতো, নানা গবেষণার মাধ্যমে এখন সেগুলো আমাদের দেশেই উৎপাদন করতে পারছেন কৃষকরা।
দক্ষ জনশক্তি গড়তে পারলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ সম্পদ কাজে লাগিয়ে দেশের মানুষকে উন্নত জীবন দেব এটাই আমাদের লক্ষ্য।