রোববার (১০ মার্চ) দিবাগত রাতে বাঘা উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে থেকে অর্থ বাগিয়ে নেয়ার সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রিন্টু নাটোর জেলার লালপুর উপজেলার মির্জাপুর গ্রামের আহসান আলীর ছেলে।
সোমবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এনএসআই পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরি করে একই উপজেলার গন্ডবিল গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে রেজাউল করিমের (২২) থেকে গত সপ্তাহে নগদ ১ লাখ টাকা হাতিয়ে নেন রিন্টু। পরে তার দাবির আরো দুই লাখ টাকা নেয়ার জন্য রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে আসেন রিন্টু। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, রিন্টু জানিয়েছে, সে ঢাকার একটি কসমেটিক কোম্পানিতে ফ্লোর ম্যানেজার পদে চাকরি করতেন। প্রতারণার মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।