1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হচ্ছেন মিচেল মার্শ। এমনটাই জানিয়েছেন দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

টিম ম্যানেজমেন্টের অন্যতম মুখ হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড। তিনিই মার্শকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হওয়ার জন্য ব্যাক করেছেন। এছাড়াও নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি এবং অন্য সদস্য টনি ডুডমেদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন মার্শ। তারাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে নিজেদের পছন্দ হিসাবে মার্শের নাম জানাবেন।

ক্রিকেট.কম.এইউ-কে অজি হেড কোচ বলেন, সবাই মিচকেই অধিনায়ক হিসেবে চাচ্ছেন। আমাদের স্রেফ কয়েকটা বিষয়ে উন্নতি করতে হবে। ও যেভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তাতে আমরা আশাবাদী। বিশ্বকাপে ও-ই আমাদের অধিনায়ক।

ক্রিকেটের ছোট এই ফরম্যাটে মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করে। সেই সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৯২ এবং ৭৯ রান করার সুবাদে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মার্শ। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া মার্শের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ২-১ জয় পায়। গতমাসে নিউজিল্যান্ডে গিয়ে কিউইদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবায় অজিরা, সেটিও মার্শের নেতৃত্বে।

৫৪ টি-টোয়েন্টি ম্যাচে মার্শ ২২.৭৬ গড়ে করেছেন ১৪৩২ রান, পেয়েছেন ৯টি অর্ধশতকের দেখা। এছাড়াও বল হাতে ১৭ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া গ্রুপ-বি’তে রয়েছে। অজিদের গ্রুপ পর্বে প্রতিপক্ষ ওমান, ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড। ৬ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ অভিযান শুরু করবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD