1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
২১শে রজব, ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় থাকা চিকিৎসকের ছদ্মবেশে চিকিৎসা দিচ্ছিলেন সাদিয়া

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মালয়েশিয়া থাকা চিকিৎসকের পরিচয় ব্যবহার করে সিলেটের জাফলংয়ে গাইনি, মা ও শিশু এবং বন্ধ্যত্ব রোগের চিকিৎসা দিচ্ছিলেন এক তরুণী। সোনিয়া ডায়াগনস্টিক নামের একটি প্রতিষ্ঠানে তিনি নিয়মিত রোগী দেখেন ও ব্যবস্থাপত্র দিতেন। অবশেষে আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সাদিয়া আক্তার নামের এই প্রতারক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।

সাদিয়া আক্তারের ঢাকার মিরপুর শেওরাপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জাফলংয়ের সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান রোগী দেখতেন ও ব্যবস্থাপত্র প্রদানের নামে প্রতারণা করে আসছিলেন। মালয়েশিয়ায় অবস্থানকারী সাদিয়া চৌধুরী সিম্মি নামের এক চিকিৎসকের নাম ব্যবহার করে এই প্রতারণা চালিয়ে আসছিলেন ওই তরুণী।

আজ দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, জাফলং থানার উপপরিদর্শক (এসআই) এমরুল কবিরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নানান অব্যবস্থাপনার জন্য সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও তাদের ফার্মেসিকে ৫০ হাজারসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।’

তিনি বলেন, ‘মালয়েশিয়ায় থাকা ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের একজন চিকিৎসকের নাম পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিলেন সাদিয়া আক্তার নামের এক তরুণী। তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD