সদ্য শেষ হওয়া বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগীতা অনুষ্ঠান ‘মিসেস ইউনিভার্স ‘২০২২ শেষ হলেও এই নিয়ে উপস্থাপিকা পায়েল ও বিচারক মীর সাব্বিরকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না এবার মীর সাব্বিরের পক্ষ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর তিনি বলেছেন, পায়েলকে নিয়ে সাব্বিরের মন্তব্য শুধু মজারছলে বলা এতে আহামরি কিছু না।
উর্মিলা আরো বলেন, সাব্বির ভাই মিশুক এবং ভালো লোক তাছাড়া, সহযোগিতা পরায়ন এমনকি অনেক শিল্পীদের বিপদের সময় সাহায্য সহযোগিতা করে থাকেন।