তবে বিয়েটা হয়েছে সমুদ্রের ধারে। কক্সবাজারে। জানা যায়, ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচে স্পর্শিয়ার গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর পরদিন ইনানি বিচে স্পর্শিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
তবে বিয়েটা হয়েছে সমুদ্রের ধারে। কক্সবাজারে। জানা যায়, ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচে স্পর্শিয়ার গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর পরদিন ইনানি বিচে স্পর্শিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
সমুদ্র বিচে বিয়ে করার পরিকল্পনা নিয়ে ওই সময় স্পর্শিয়া জানিয়েছিলেন, সমুদ্র আর পাহাড় তাঁর ভীষণ প্রিয়। তাই তাঁর সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করার যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও তাঁর ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন।
আজ বুধবার ফেসবুক মেসেঞ্জারে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। তিনি জানান, গেল ৭ মার্চ দুজন মিলে গিয়েছেন সৌদি আরবে।
সেখান থেকে তিনি বলেন, ‘আমাদের দুজনের আগে থেকেই পরিকল্পনা ছিল। বিয়ের পর দুজন মিলে ওমরাহ পালন করব। তারপর কাজে ফিরব। সেভাবেই আমরা ওমরাহ পালন করতে এসেছি। কয়েক দিন পর দেশে ফিরব। আমার এটা দ্বিতীয়বার ওমরাহ করা। তবে নাওঈদের প্রথমবার। ভালো লাগছে। আমাদের পরিকল্পনা