মাহিশ থিকসানার বলে এক্সট্রা কাভারে দারুণ শট খেললেন নাজমুল হোসেন শান্ত। বলের ঠিকানা হলো সীমানা দড়ির ওপার। বাংলাদেশ পেল জয়সূচক রানের দেখা। বছরের প্রথম ওয়ানডে। একটু বিশেষ না হলে কি চলে? অধিনায়ক শান্ত নিলেন সেই দায়িত্ব। সঙ্গে পেলেন মুশফিকুর রহিমকে। দুজনের ধৈর্যশীল জুটিতে একটু একটু করে তৈরি হলো জয়ের পথ। অনবদ্য এক শতক হাঁকালেন শান্ত, দায়িত্ব নিলেন বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার। অধিনায়কের ব্যাটের সঙ্গে হেসেছে মুশফিকের উইলোও। শুরুর ধাক্কা সামলে দুজনের অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটিতে শ্রীলঙ্কাকে উড়িয়েই দিয়েছে স্বাগতিকরা, তুলে নিয়েছে ছয় উইকেটের দুর্দান্ত জয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ৪৮.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৪৪.৪ ওভারে চার উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৫৭ রান।