গত ৬ মার্চ বিহারের মুজফফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যান যুবকের সঙ্গে চুক্তি হয়েছিল ওই পরিবারের। বেশ ভালোই কাজ করছিলেন ক্যামেরাপার্সন। তবে এরই মধ্যে বরের বোনের সাথে ঘনিষ্ঠতা হয় তার। এরপর ওই বিয়ের অনুষ্ঠান থেকেই পালিয়ে যায় দুজন।
এ ঘটনায় পুলিশের দারস্থ হয়েছে ওই তরুণীর পরিবার। তাদের খুঁজতে ওই ফটোগ্রাফারের বাড়িতেও গিয়েছিল ওই পরিবার। কিন্তু সেখানেও খোঁজ মেলেনি তাদের।
পুলিশ জানিয়েছে, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের খুঁজতে অভিযান চালানো হচ্ছে।