1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
২১শে রজব, ১৪৪৬ হিজরি

আত্মসমর্পণের পর বিএনপি নেত্রী নিপুণ রায়ের জামিন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন এবং পরবর্তীতে দায়ের করা সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিপুণ রায় চৌধুরী।

 

তারপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী, আবু সেলিম চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে-রমনা মডেল থানার দুইটি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা। সংশ্লিষ্ট আদালতের সরকার পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মামলাগুলোয় উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD