‘এই সেঞ্চুরি শান্তর প্রাপ্য,’ এ কথা মুশফিক না বললেও চলত। নতুন অধিনায়কের নতুন ভাবনায় উদ্ভাসিত বাংলাদেশ আজও চাইবে নাজমুলের ব্যাটে ফুটুক রানের ফুল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জেতার সুবর্ণ সুযোগ এটাই।
প্রথম ওয়ানডেতে ২৩ রানে তিন উইকেট হারানোর পরও চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৬৯ এবং পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নাজমুল অনিন্দ্যসুন্দর এক জয় এনে দেন বাংলাদেশকে। যদি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজও নাজমুল-মাহমুদউল্লাহ-মুশফিক ত্রয়ী উদ্ভাসিত নৈপুণ্য দেখান, তাহলে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। ম্যাচ শুরু বেলা ২টা ৩০ মিনিটে।
মাত্র ছয়জন ক্রিকেটার বৃষ্টির দরুন নির্বিঘ্নে অনুশীলন করতে পারেননি। দুপুর থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ সকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা নেই।
টি-টোয়েন্টি সিরিজে হারের ক্ষত এখনো শুকায়নি স্বাগতিকদের। তৃতীয় ম্যাচের অপেক্ষায় না থেকে তাই ওয়ানডে সিরিজ জিততে চান তাসকিন আহমেদ। বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় এই ডান-হাতি পেসার বলেন, ‘আমরা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। ম্যাচ ধরে এগোতে হবে। আরও দুটি ম্যাচ বাকি। পরের ম্যাচটাই মূল লক্ষ্য।’ তিনি বলেন, ‘এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। আমার বিশ্বাস, সিরিজ আমরাই জিতব।’
প্রথম ম্যাচে শুরুতে কিছুটা ছন্নছাড়া বোলিং করেছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন। তানজিম হাসান পথ দেখানোর পর মিডল ও লোয়ার অর্ডারে তাসকিন ও শরীফুল দারুণ বোলিং করেন। ১০ উইকেটের মধ্যে নয়টিই নিয়েছেন তিন পেসার। এরপর ব্যাটিংয়ে ২৩ রানে তিন উইকেট হারিয়ে হারের শঙ্কা জেগেছিল। সেই কোণঠাসা অবস্থা পেরিয়ে অনায়াসে জয় তুলে নিয়ে টাইগাররা দেখিয়েছে ঘরের মাঠে ওয়ানডেতে তারা ভিন্ন দল। একাদশে তাই পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশের ভয় টপঅর্ডার নিয়ে। টি ২০ সিরিজের শেষ ম্যাচে টপঅর্ডারের ব্যর্থতায় সিরিজ হেরেছে স্বাগতিকরা।
চট্টগ্রামে বরাবরই রানপ্রসবা উইকেট হয়। সেই সঙ্গে লাইন-লেন্থ ঠিক রাখতে পারলে পেসাররও সুবিধা পান। আগেরদিন হালকা বৃষ্টি হলেও আজও ব্যাটারদের পক্ষে কথা বলতে পারে উইকেট।
শ্রীলংকা অধিনায়ক কুশল মেন্ডিস আগের ম্যাচে হারের পর বলেছিলেন, ‘আমাদের দুই ওপেনার দারুণ শুরু করলেও মিডল অর্ডারে সবাই বেগ পেয়েছে। রানটা ২৮০’র বেশি হলে অন্যরকম কিছু হতেও পারত। আশা করি, পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’ শ্রীলংকা দল আজ বিশ্রামে ছিল। ক্রিকেটাররা সময় কাটিয়েছেন হোটেলে।