সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস। শুক্রবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন তিনি।
যার ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ প্রিয় নায়কের ওমরাহ পালনের ছবি দেখে ভক্তরাও শুভকামনা জানাচ্ছেন।
অন্যদিকে, চলচ্চিত্র অঙ্গন এখন বেশ সরগরম শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। তবে এতে সরাসরি অংশগ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বলছে শিল্পী সমিতি নির্বাচনে আমি অংশগ্রহণ করব। কিন্তু আমি এখন সবার শিল্পী সমিতির নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করব না। আগে ছিলাম পর্দার নায়ক, এখন মাঠের নায়ক হতে চাই। দেশের দশের মানুষের জন্য কাজ করতে পারছি এটা আমার বড় প্রাপ্তি।’
তবে চলচ্চিত্রের উন্নয়নে সবসময় পাশে থাকবেন বলেও জানিয়েছেন এই নায়ক।