1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

আগামীকাল টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল রোববার (১৭ই মার্চ) টুঙ্গিপাড়া যাবেন তাঁরা। এদিন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দোয়ায় অংশ নেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।

এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সমাধি সৌধ প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ জনগণের জন্য এসব কর্মসূচির আয়োজন করায় খুশি টুঙ্গিপাড়াবাসী।

এদিকে, রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের আগমণ উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্স পরিস্কার করা হয়েছে। আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙ্গানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD