এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সমাধি সৌধ প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ জনগণের জন্য এসব কর্মসূচির আয়োজন করায় খুশি টুঙ্গিপাড়াবাসী।
এদিকে, রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের আগমণ উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্স পরিস্কার করা হয়েছে। আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙ্গানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।