1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

২৫ প্রজাতির হিংস্র কুকুর নিষিদ্ধ করল ভারত

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বর্তমান বিশ্বে বহু পরিবারেই পোষ্য হিসেবে থাকে কুকুর। ভারতেও এই সংখ্যা কম নয়। তবে দেশটিতে কুকুরের আক্রমণের ঘটনা ঘটছে প্রতিদিনই। সে কথা মাথায় রেখেই ২৫ প্রজাতির কুকুর নিষিদ্ধ করে দেওয়া হল ভারতে। মূলত হিংস্র প্রকৃতির কুকুরগুলোকেই নিষিদ্ধ করা হয়েছে। তালিকায় রয়েছে রটউইলার, পিটবুলসহ জনপ্রিয় প্রজাতির কুকুরও।

গত মঙ্গলবার দেশটির পশুপালন ও দুগ্ধ-শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্য সচিবদের একটি চিঠি দিয়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে এই কুকুরগুলোর ক্ষেত্রে কোনও লাইসেন্স বা পারমিট দেবে না বলেও জানানো হয়েছে। যাদের কাছে পোষ্য হিসেবে এই সব কুকুরের প্রজাতি রয়েছে, তাদের সতর্ক করে বলা হয়েছে যাতে তারা আর বংশবৃদ্ধি করাতে না পারে।

যেসব কুকুরের প্রজাতি নিষিদ্ধ করা হয়েছে-
পিটবুল টেরিয়ার, টোসা ইনু, আমেরিকান স্টাফরোডশায়ার টেরিয়ার, ফিলা ব্রাসিলেরিও, ডোগো আর্জেন্টিনো, বোয়েরবোয়েল, কাংগাল, সেন্ট্রাল এশিয়ান শেফার্ড ডগ, ককাসিয়ান শেফার্ড ডগ, সাউথ রাশিয়ান শেফার্ড, টর্নজাক, সারপ্লানিনাক, জাপানিজ টোসা অ্যান্ড আকিতা, মাসটিফস, রটইউলার, টেরিয়ার, রোডেশিয়ান রিজব্যাক, উলফ ডগস, কানারিও, আকবাশ ডগ, মস্কো গার্ড ডগি এবং কানে করসো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD