সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৩ জন এবং আক্রান্ত ২৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছেন। দেশে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ১৭১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বাকি ৭৯ জন ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। সমগ্র দেশে চিকিৎসাধীন আছে ২ হাজার ৭১২ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৬৮ জন এবং বাদবাকি ১১৭৪ জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সরকারি তথ্য মতে, পহেলা জানুয়ারি থেকে ১৮ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫১ হাজার ৬০২ জন রোগী ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ছেন ।