চট্টগ্রামের নন্দনকাননে রাইফেল ক্লাব মার্কেটে একটি ব্যাংকে আগুনের ঘটনা ঘঠেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) জুবিলী রোড শাখা অফিসে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাংক আজ বন্ধ ছিল। সন্ধ্যায় হঠাৎ করে ব্যাংকের ভিতরে বিকট আওয়াজসহ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের চেয়েও ধোয়া বেশি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে, কী কারণে আগুন লেগেছে, সেটি এখনো জানা যায়নি।