অনুশীলনে চোট পেলেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। ফলে সিরিজ নির্ধারণী লড়াইয়ে খেলতে পারবেন না তিনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তার। ঢাকায় ফিরে আসছেন ২১ বছর বয়সী এই পেসার।
তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘হ্যাঁ তানজিমের ইনজুরি হয়েছে, খেলতে পারবে না। তার জায়গায় রিপ্লেস দেওয়া হবে। কোচ-অধিনায়কের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।’
তানজিমের ছিটকে পড়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পান এই পেসার।