1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ওমরাহ পালন করতে যাওয়ার আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে। শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! মেট্রোরেল স্টেশনে ঢুকেই বের হলে এখন থেকে ১০০ টাকা ভাড়া কাটবে সালমান শাহ হত্যা মামলার আসামি যারা তালাকের পর নারীদের নজরে হিরো আলম, মেসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা হিরো আলমের ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ হাসিনাকে গুনি নাই, তোদের মতো কর্মকর্তাদের গোনার টাইম নাই: সারজিস বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন

৪০ ঘণ্টার অপারেশন, ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, মালটার জাহাজ রুয়েন উদ্ধার করেছে ভারত

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ভারতের নৌবাহিনী আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, ৪০ ঘণ্টার অপারেশনে জলদস্যুদের কবলে থাকা মালটার জাহাজ এমভি রুয়েনকে উদ্ধার করেছে ভারত। যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা শনিবার জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা এই জাহাজের ৩৫ জলদস্যুকে কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়েছে। ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। একই সঙ্গে ওই জাহাজ থেকে কমপক্ষে ১৭ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার ওই জাহাজটির ওপর দিয়ে চক্কর দেয়ার সময় জলদস্যুদের একজনকে হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

এতে বলা হয়, ৪০ ঘণ্টা স্থায়ী উদ্ধার অভিযানে জাহাজ রুয়েনকে আলাদা করে ফেলতে সক্ষম হয় আইএনএস কলকাতা। ভারতীয় উপকূল থেকে প্রায় ২৬০০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। এ সময় সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজকে থামতে বাধ্য করে তারা।

ওদিকে জাহাজের নাবিকদের নিরাপদে উদ্ধার এবং এর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে অভিযানে সহায়তা দেয় ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সুভদ্র, হাই অলটিটিউড লং এনডুরেন্স ড্রোন, পি৮আই সামুদ্রিক টহল বিমান, সি-১৭ বিমান থেকে নামিয়ে দেয়া মারকোস প্রাহারস। পরে ওই জাহাজে কোনো বেআইনি অস্ত্র, গোলাবারুদ বা অন্য কিছু রাখা আছে কিনা তা পরীক্ষা করা হয়। এর আগে ভারতীয় নৌবাহিনী চলমান উদ্ধার অভিযান নিয়ে তথ্য শেয়ার করে।

গত ১৪ই ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা হামলা চালিয়ে দখলে নেয় মালটার জাহাজ এমভি রুয়েন।

এরপর এটা ব্যবহার করে তারা গভীর ও উত্তাল সমুদ্রে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার হুমকি দিয়ে যেতে থাকে। জলদস্যুতায় ব্যবহার করে এমভি রুয়েনকে। এই হুমকির প্রেক্ষিতে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেয় ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। তারা ১৫ই মার্চ থেকে জলদস্যুদের পিছু নেয়। অতঃপর ভারতীয় নৌবাহিনী তাদেরকে অবিলম্বে আত্মসমর্পণের আহ্বান জানায় শনিবার। সব নাবিকদের মুক্তি দেয়ার আহ্বান জানায়। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD