সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সুইডিশ রাজকন্যাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
ভিক্টোরিয়ার সফর সঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইয়োহান ফরশেল।
সফরে জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকা, টেকসই উন্নয়ন বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করবেন রাজকন্যা।
কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প এবং খুলনার উপকূলীয় কয়রা উপজেলায় জলবাযু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া।