জনপ্রিয় গানের শিল্পী খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান নব্বই দশকের জনপ্রিয় এই ভোকালিস্ট।
জানা যায়, বুকে ব্যাথা নিয়ে সন্ধ্যায় বাড়ির পাশে গ্রীনরোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি হন খালিদ। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সোয়া ৭টায় কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন।
সরলতার প্রতিমা, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারনেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, তুমি নেই তাই, এ রকম অসংখ্য গানের স্রষ্টা তিনি।