1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

জাতীয় দলে ফিরছেন না সাকিব

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার টেস্ট সিরিজেই খেলবেন না তিনি বলে জানা গেছে। তাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। চলতি শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলে ফিলছেন বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব।’

তিনি আরও বলেন, ‘বিপিএলের সময় চোখের সমস্যায় ভুগেছেন সাকিব। শুরুর দিকে ব্যাটে রান না পেলেও শেষদিকে দুর্দান্ত ছন্দ ফিরে পান তিনি। বিপিএলের শেষদিকে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফিটনেসে কিছুটা ঘাটতি ছিল তার।’

আবার নিজের ওজন বেড়ে গেছে এই কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে জাতীয় ফিরতে রাজি না হলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম বড় আসর ডিপিএল খেলবেন তিনি। সর্বশেষ খবর অনুযায়ী বুধবার থেকে শেখ জামালের হয়ে খেলবেন তিনি। নিজের প্রথম ম্যাচ সিটি ক্লাবের বিপক্ষে। ম্যাচটি গড়াবে সাভারের বিকেএসপিতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD