1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

প্রসঙ্গ বিয়ে, গত দুই বছরে ছেলে খোঁজার সময় পাননি সায়ন্তিকা!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই চর্চায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে লড়েছিলেন সায়ন্তিকা। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। হেরে গেলেও বাঁকুড়াকে ছেড়ে দেননি। 

গত দু’বছর কলকাতা-বাঁকুড়া ‘ডেলি প্যাসেঞ্জারি’ করেছেন বলে দাবি অভিনেত্রীর। তার আশা ছিল, বিধানসভায় দলকে যে আসন দিতে পারেননি, লোকসভায় সেটাই ফিরিয়ে দেবেন। কিন্তু সেই আশাপূরণ হল কই! তার বদলে বাঁকুড়া আসনে তৃণমূল টিকিট দিয়েছে তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে। তার পর বিভিন্ন সময় টিকিট না পাওয়ার আক্ষেপের কথা জানিয়েছেন অভিনেত্রী। রটে যায়, তিনি নাকি দল ছাড়ছেন। যদিও তা একেবারেই অসত্য। কিন্তু এর মাঝেই আরও এক গুঞ্জন। এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সায়ন্তিকা?

সায়ন্তিকা বলেছেন, ‘আমি নিজের উপর একটু সদয় হয়েছি। আসলে, গত দু’বছর বিশ্রাম হয়নি সেভাবে। কলকাতা-বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল, এই চার চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই দু’বছরে আমার শরীরের উপর দিয়ে খুব ধকল গিয়েছে। তাই এখন একটু নিজের যত্ন নিচ্ছি। নিজের শরীর, স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিচ্ছি। আর এখন তো প্রার্থিতালিকা ঘোষণা হয়ে গিয়েছে। আমি নিচুতলার সংগঠনের কাজ করে এসেছি। বাকি যা করার, প্রার্থীরা করবেন।’’ 

টিকিট না পাওয়ার কারণে কি বাঁকুড়ার সঙ্গে দূরত্ব বাড়ল সায়ন্তিকার? অভিনেত্রীর জবাব, ‘তেমন কিছু নয়। কাল যদি প্রয়োজন পড়ে, ফের ছুটে যাব। তবে এই দু’বছর আমি রাজনীতিতে বেশি মনোযোগ দিয়েছিলাম। তাই সিনেমার দিকে কম সময় দেওয়া হচ্ছিল। আসলে, আমি তো রাজনীতি শিখে আসিনি। সবটা বুঝে নিতে সময় লাগছিল, আরকি! তা ছাড়া, একটা লক্ষ্য নিয়েও এগোচ্ছিলাম। যার কারণে খাটাখাটুনি করেছি।’’ কিন্তু এর মাঝেই যে খবর, সায়ন্তিকা নাকি বিয়ে করছেন! এই প্রসঙ্গ তার সাফ জবাব, ‘আমি এই দু’বছরে ছেলে খোঁজার সময় পাইনি। তাই বিয়ে যদি করি, সবাইকে জানিয়ে করব। লুকোচুরিতে বিশ্বাসী নই। অনেকেই তো অনেক কিছু রটান।’’

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD