আসন্ন কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বকাপের ৬৪ টি ম্যাচে অ্যালকোহেলযুক্ত বিয়ার বিক্রি নিষেদ করেছে কাতার। অ্যাসোসিয়েট (এপি) এই তথ্য জানিয়েছে।তবে, অ্যালকোহেল মুক্ত বিয়ার স্টেডিয়ামে বিক্রি করা যাবে।
বিশ্বকাপ শুরুর দুই দিন আগে এমনটি জানিয়েছে কাতার। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে স্টেডিয়ামে মদ বিক্রি বিষয়টি পরিবর্তন করা হয়।