সকাল ৬ টায় থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলার পরিবহন ঐক্য পরিষদ, এতে করে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা বন্ধ আছে, পরিবহন বন্ধ থাকায় যাতায়াতের ভোগান্তিতে পড়েছে আমজনতা ও অফিসগামী মানুষ, এদিকে সিলেটে আজ শনিবার বিএনপির মহাসমাবেশকে ঘিরে দলের নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উত্তেজনা, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসায় বিএনপির আয়োজিত মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেটের পার্শ্ববর্তী জেলাগুলা থেকে বিএনপির নেতা কর্মীরা আসতে শুরু করেছে। এদিকে, বিএনপির নেতাকমীরা অভিযোগ করেছে, বিএনপির সমাবেশে যেন নেতা কর্মীরা ভিড়তে না পারে সেই জন্যে আওয়ামীগ ধর্মঘটের ডাক দিয়েছে। শুক্রবার রাত থেকে দলে দলে বিএনপির নেতারা শত বাঁধা সত্ত্বেও সিলেটে বিএনপির সমাবেশে উপস্থিত হওয়ার জন্যে যাচ্ছে।