1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

এক ভাই মরেছে গাড়িচাপায়, আরেক ভাইকে বাসায় আনলেন পিয়া

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। ব্যারিস্টারি পাস করে কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছেন তিনি। তবে এসবের চেয়ে আরো একটি পরিচয় আছে তাঁর, তিনি পশু-পাখি ভীষণ ভালোবাসেন। বাসায় কুকুর পোষেন।

মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসবের ছবি প্রকাশ করেন। একই সঙ্গে তাঁকে দেখা যায় রাস্তার অসহায় কুকুরদের খাওয়াতেও। 

তবে এবার তৈরি করলেন দারুণ এক মমতার উদাহরণ। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) কোর্ট এলাকায় একটি কুকুরকে তিনি কোলে নেওয়ার কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন।

ক্যাপশন হিসেবে লিখেছেন, “আজকে কোর্টে ঢোকার সময় ‘লায়ন’কে দেখলাম। শুনলাম গতকালই ওর ভাই গাড়ি চাপাতে মারা গিয়েছে, তার পর থেকে চুপচাপ। আগামী প্রায় এক মাস হাইকোর্ট বন্ধ থাকবে, ক্যান্টিন বন্ধ থাকবে, কোর্টে লোক একেবারে কম থাকবে, তাই বেশির ভাগ কুকুর-বিড়ালের খাবার থাকবে না। তাই ভাবলাম লায়নকে আমার বাসার সামনেই নিয়ে যাই, আমার মটু-পাতলুর সাথেই থাকবে এবার থেকে!” 

 

বৃষ্টির সময় দেখি ভিজে কাহিল অবস্থা। পরে গা মুছে খাইয়ে আমার বাসার ভেতরে রেখে দিয়েছি। আমার লায়ন নামে একটা কুকুর ছিল, বছরখানেক আগে ও মারা গেছে। আমার মনে হচ্ছে হারিয়ে ফেলা লায়নকে পেয়েছি। এ কারণে ওর নাম লায়ন রেখেছি।’ 

বলে রাখা ভালো, ২০১২ সালে পরিচালক রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জান্নাতুল পিয়ার। এরপর তাঁকে বেশ কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে। শেষ করেছেন আরো একটি সিনেমার কাজ।

কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন পিয়া। আন্তজার্তিক অঙ্গনেও কাজ করেছেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD