চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো এই অধিনায়ক এবার নেতৃত্বভার তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। ফলে এবারের মৌসুমে ধোনি নয় চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যাবে রুতুরাজকে। এক বিবৃতিতে রুতুরাজকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের জন্মলগ্ন থেকে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। তবে বয়স বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও ছাড়তে হবে তাকে। কয়েক মৌসুম ধরেই গুঞ্জন দ্রুতই আইপিএলকে বিদায় বলবেন ধোনি। চেন্নাই ছাড়ার আগে নতুন অধিনায়ক তৈরি করে যেতে চান তিনি।