1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

লঙ্কাদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে চান সাকিব

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে এখন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে খেলছে বাংলাদেশ। এই ম্যাচের মাঝেই খবর- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে চেয়েছেন সাকিব আল হাসান।
এর আগে লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এখন আবারও খেলার ইচ্ছার কথা বিসিবিকে জানিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে মাঠে নামেন সাকিব। ইতোমধ্যে তিনি লাল বলে অনুশীলন শুরু করেছেন বলেও জানা গেছে।আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

বিসিবি সূত্র জানিয়েছে, শেষ টেস্ট ম্যাচটি খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব। যদিও আগে পুরো সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়ার কথা বলেছিল বোর্ড। এখন নিজের আগ্রহে আবার ফিরতে চাইছেন তিনি।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায়ও গতকাল সে রকমই ইঙ্গিত মিলল। পত্রিকাকে তিনি বলেছেন, ‘সাকিব সব মিলিয়ে নিজেকে প্রস্তুত করে ক্রিকেট পরিচালনা বিভাগকে জানাবে, সে আসলে পাঁচ দিন খেলার জন্য ফিট কি না কিংবা কতটা প্রস্তুত। ওর যদি মনে হয় খেলার জন্য ফিট—সাকিবের মতো একজন ক্রিকেটার ফিরতে চাইলে সব সময় স্বাগত। এ জন্যই আমরা একসঙ্গে দুই টেস্টের দল ঘোষণা করিনি। ২৪-২৫ মার্চের দিকে আমরা একটা বার্তা পাব। নতুন কেউ যদি এর মধ্যে আসে, তখন দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনাও করা হতে পারে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD