বিসিবি সূত্র জানিয়েছে, শেষ টেস্ট ম্যাচটি খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব। যদিও আগে পুরো সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়ার কথা বলেছিল বোর্ড। এখন নিজের আগ্রহে আবার ফিরতে চাইছেন তিনি।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায়ও গতকাল সে রকমই ইঙ্গিত মিলল। পত্রিকাকে তিনি বলেছেন, ‘সাকিব সব মিলিয়ে নিজেকে প্রস্তুত করে ক্রিকেট পরিচালনা বিভাগকে জানাবে, সে আসলে পাঁচ দিন খেলার জন্য ফিট কি না কিংবা কতটা প্রস্তুত। ওর যদি মনে হয় খেলার জন্য ফিট—সাকিবের মতো একজন ক্রিকেটার ফিরতে চাইলে সব সময় স্বাগত। এ জন্যই আমরা একসঙ্গে দুই টেস্টের দল ঘোষণা করিনি। ২৪-২৫ মার্চের দিকে আমরা একটা বার্তা পাব। নতুন কেউ যদি এর মধ্যে আসে, তখন দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনাও করা হতে পারে।’